আগামীকালের সমাবেশ হবে ঐতিহাসিক ও সাফল্যমন্ডিত: রিজভী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ বিএনপি’র আগামীকালের সমাবেশ হবে ঐতিহাসিক ও সাফল্যমন্ডিত। সমাবেশে রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যেতের করণীয় সর্ম্পকে নির্দেশনা দেবেন শীর্ষ নেতারা। এ কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।এসময়, সমাবেশ গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে নেতাকর্মীদের সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, সমাবেশে জাতীয় ঐক্যের কেউ থাকবে কিনা তা সিনিয়র নেতারা ঠিক করবেন। কর্মসূচি পালনে সরকারের সহায়তা চান তিনি। সরকারের মন্ত্রীরা যেন সমাবেশকে ঘিরে মন্তব্য থেকে বিরত থাকেন এ আহ্বান জানান। আরও পড়ুন সরকারের নির্মম শিকার লেখক মুশতাক : ফখরুল চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল