আগামী মাসে বাইডেন-ট্রুডো বৈঠক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ | আপডেট: ১:৩২:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ আমেরিকায় ট্রাম্পের শাসন শেষ, শুরু প্রেসিডেন্ট হিসেবে বাইডেন সময়। বুধবার দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাইডেন। এরইমধ্যে বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার তারা দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং আগামী মাসে বৈঠক করতে সম্মত হন।ট্রুডোর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ পুনরায় আরম্ভ ও এগিয়ে নিতে এবং স্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যে আগামী মাসে সরাসরি সাক্ষাত করার ব্যাপারে সম্মত হয়েছেন জো বাইডেন ও জাস্টিন ট্রুডো। আরও পড়ুন কাশ্মীরে ভারতের পদক্ষেপে উদ্বিগ্ন জাতিসংঘ সৌদি আরব নিয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবেন বাইডেন