আগে তো নিজের সচেতন হতে হবে! (ভিডিও) টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ৬:৫০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর বয়সের শিক্ষার্থীরা কেবল গাড়িচালকদেরই নয়, পথচারীদেরও সচেতন করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। কিন্তু তারা যেভাবে চোখ খুলে দিয়েছেন, সেই দৃষ্টিতে কি সবাই দেখার চেষ্টা করে যাচ্ছেন? প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। রাস্তায় চলাচলকারীদের অসচেতনার দায় তারা এড়াতে পারেন না। কাউকে না কাউকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে তো হবেই।ফেসবুকে ছাড়া একটি ভিডিও সেই বার্তাই দিচ্ছে। ফুটপাথ ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন কয়েকজন। তারা হয়তো বাসের অপেক্ষায় আছেন। কিংবা রাস্তা পারের অপেক্ষায়। কিন্তু এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা যে বিপজ্জনক তা যেন তারা বুঝতেই পারেন না। মানুষের সাধারণ জ্ঞানও যেন লোপ পেয়েছে।যিনি ভিডিও করছেন তিনি জানাচ্ছেন, আজকেও এ রাস্তায় আরেকটু সামনে একটা দুর্ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছেন। তারপর তিনি সবাইকে ফুটপাথে ওঠার অনুরোধ করেন। সবাই তার অনুরোধ রাখেন, কিন্তু তাতেও গড়িমসি ভাব ছিল। অথচ এরা সবাই নিশ্চয়ই কিছু দিন আগের নিরাপদ সড়ক আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিলেন। কিন্তু খুব দ্রুতই তা হয়তো ভুলে গেছেন।কাজেই সবার আগে নিজে সচেতন হওয়াটা জরুরি। নয়তো নিরাপদ সড়কের স্বপ্ন অধরাই থেকে যাবে।নিজে সচেতন হন আগে। তারপর অন্যকে দোষ দিবেন। ধন্যবাদPosted by Mobarak Farhan on Thursday, August 30, 2018ফেসবুক থেকে সংগৃহিত আরও পড়ুন ‘এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াটাই অন্যায়’–ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম নারীর সমতায়ন বা ক্ষমতায়ন কি আদৌ সম্ভব?