‘আপনাদের কাজ মলত্যাগ করা আর আমাদের কাজ পরিষ্কার করা’ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ | আপডেট: ৬:৩৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ ‘সুতরাং, পাকিস্তানে ঝাড়ুদার ও মেথরের চাকরি পাওয়ার জন্য আপনাকে অমুসলিম হতে হবে। আপনাদের কাজ মলত্যাগ করা আর আমাদের কাজ তা পরিষ্কার করা।’গত বৃহস্পতিবার(৩০ আগস্ট ২০১৮) কপিল দেব নামের একজন পাকিস্তানি মানবাধিকার কর্মী তার টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে কথাগুলো লেখেন।পোস্টটিতে তিনি পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনে প্রকাশিত পাকিস্তান রেঞ্জার্সের সিন্ধু বিভাগে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তিও জুড়ে দেন।গত ২৬ আগস্ট প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুসারে, নন-কম্ব্যাট্যান্ট ক্যাটাগরিতে মেথর পদের জন্য শুধু অমুসলিমদেরকে আবেদন করতে বলা হয়েছে।অনলাইনে বর্ণবাদী বিজ্ঞপ্তিটি কঠোরভাবে সমালোচিত হচ্ছে।কপিলের পোস্টে অ্যাডভোকেট কাদির জানজুয়া নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়েছে, এটা পাকিস্তানের সংবিধানের ২৫(নাগরিকদের সমতার) এবং ৩৬(সংখ্যালঘুদের অধিকার রক্ষা) অনুচ্ছেদের লঙ্ঘন।আহসান রশিদ নামের অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়েছে, চাকরির বিজ্ঞপ্তিতে থেকে ধর্মীয় পৃথকীকরণ বিলুপ্তি হওয়া উচিত।সিনেটর আয়েশা রাজা ফারুক নামের আরেকটি অ্যাকাউন্টের মন্তব্য, লজ্জাজনক! আশা করছি সিন্ধু সরকার এদিকে নজর দেবে। আরও পড়ুন নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৬ নাবালককে ‘ধর্ষণ’ করে গর্ভবতী মার্কিন তরুণী