আপিল করেও শাস্তি কমল না মেসির টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ | আপডেট: ৯:২২:অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ গত রোববার রাতে সুপার কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে অ্যাথলেটিক বিলাওয়ের স্ট্রাইকার আসিয়ের ভিয়ালিব্রেকে মেজাজ হারিয়ে থাপ্পড় দেয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। এই নিষেধাজ্ঞা কমাতে আপিল করেছিল বার্সেলোনা।তবে আপিল করেও লিওনেল মেসির শাস্তি কমাতে পারলো না বার্সেলোনা। আর্জেন্টাইন সুপারস্টারের দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকবে।শুক্রবার বার্সার আপিল প্রত্যাখ্যান করে মেসির দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি।নিষিদ্ধ হওয়ার কারণে লা লিগায় রোববার এলচের বিপক্ষে খেলা হচ্ছে না বার্সেলোনা অধিনায়কের। এ ম্যাচেই শেষ হচ্ছে তার নিষেধাজ্ঞা।আগামী বুধবার রায়ো ভায়েকানোর বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে দলে ফিরবেন মেসি।বিতর্কিত ঐ ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে বার্সেলোনা তারকাকে লাল কার্ড দেখান মাঠের রেফারি জেসাস গিল মানজানো।মাঠে অখেলোয়াড়ি সূচক এমন অপরাধে বার্সেলোনা অধিনায়ক মেসিকে দুই ম্যাচ নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কমিটি। শৃঙ্খলাবিধানের অনুচ্ছেদ ৯৮-এর অধীনে এ শাস্তি দেওয়া হয়।বার্সার মূল দলের হয়ে ৭৫৩তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখলেন মেসি। এর আগে বার্সা ‘বি’ দলের হয়ে একবার লাল কার্ড দেখেছিলেন তিনি। আরও পড়ুন প্রতিশোধের লক্ষ্যে রাতে স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনকে আতিথ্য দেবে ‘নতুন চেলসি’ ‘ফেক আইডি’র সেই মেয়েটিকেই জীবনসঙ্গী করলেন ফুটবলার সোহেল রানা