আবারো করোনায় বিপর্যস্ত ইতালি, আতঙ্কিত প্রবাসীরা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ | আপডেট: ১:১০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার একশ নয়জন এবং মারা গেছে ২৫ লাখ ২৯ হাজার তিনশ ৩৭ জন। ইতালিতে হঠাৎ করে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন প্রকৃতির করোনাভাইরাসকেই এর জন্য দায়ী করছে দেশটির গবেষণা প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় দেশটির গবেষণা প্রতিষ্ঠানগুলো সরকার এবং সাধারণ জনগণকে সতর্ক বার্তা দিয়ে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে।এতে স্থানীয়দের পাশাপাশি আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে ইতালিতে করোনাভাইরাসের সব সূচকই ঊর্ধ্বমুখী।করোনা আবারো লাগামহীন হয়ে পড়ায়, শঙ্কিত ইতালি সরকার এবং দেশটির সাধারণ মানুষ। চিন্তিত ইতালি প্রবাসী বাংলাদেশিরাও।এ অবস্থায় সামাজিক দূরত্বসহ বিধিনিষেধ মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ইতালিতে প্রাদেশিক ভ্রমণের লকডাউন চলবে ২৭ মার্চ পর্যন্ত। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে চলমান লকডাউন আরো কঠোর করে এর মেয়াদ বাড়ানো হতে পারে। আরও পড়ুন আল আকসায় আজান দেয়া বন্ধ করল ইসরাইল, জর্ডানের নিন্দা ফিলিস্তিন দখলদার ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে : এরদোগানকে রুহানি