আমরা কোন নকল করতে চাই না,সত্ত্ব কিনে সিনেমা বানাই। টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ | আপডেট: ৭:১৪:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ জাজ সবসময় চেষ্টা করে প্রতি সিনেমাতে নতুন কিছু দেওয়ার। ‘বেপরোয়া’তে নতুন হলো এর অ্যাকশন দৃশ্য। আজ পর্যন্ত কোন বাংলাদেশি সিনেমাতে এমন অ্যাকশন দেখানো হয়নি। যাদের কাছে অ্যাকশন সিনেমা ভালো লাগে, তাদের কাছে সিনেমাটি খুব ভালো লাগবে।আর তাছাড়া এই সিনেমাটিতে পাবেন রোশান এর দুর্দান্ত অ্যাকশন, নাচ ও অভিনয়। সাথে আছে ফ্যামিলি ড্রামা। আছে বোনের জন্য ভাইয়ের ভালোবাসা।বেপরোয়া – একটি বিদেশি সিনেমার সত্ত্ব কিনে বানানো। আমরা কোন নকল করতে চাই না। যদি কোন গল্প ভালো লাগে, আর সেই গল্প যদি দর্শকের উপহার দিতে চাই, তাহলে সেই সিনেমার প্রযোজকের কাছ থেকে আমরা সত্ত্ব কিনে নিয়ে বানাই। সিনেমার শুরুতেই, টাইটেলের আগে আমারা কপিরাইটের ঘোষণা দিয়েছি।আমাদের বিশ্বাস – ‘বেপরোয়া’ সকল শ্রেণির দর্শকের ভালো লাগবে।সবাইকে ‘বেপরোয়া’র পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।ধন্যবাদ সবাইকে।(জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের ফেসবুক থেকে সংগৃহীত) আরও পড়ুন সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়ঃ বুবলী ফেসবুক নিয়ে বিড়ম্বনায় আজহারী, ভক্তদের কাছে চেয়েছেন সমাধান