‘আমরা ভারতকে হারিয়েই শিরোপা এনেছি, মাশরাফি ভাইরা পারবে না কেন?’ টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ | আপডেট: ১২:৩৭:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ নারী ক্রিকেট দলের হাতেই কোন আন্তর্জাতিক শিরোপার দেখা পায় বাংলাদেশ। জুনে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতে নারী ক্রিকেট দল।এবার সেই স্বপ্ন পূরণের এক ধাপ পিছিয়ে পুরুষ দল। নারী দলের দুই সদস্য মনে করেন পুরুষ দলও পারবে এবার। সালমা খাতুন বলেন ,’‘আমরা ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছি। আমি বিশ্বাস করি মাশরাফী ভাইরাও পারবে। এটি সত্যি যে ভারত খুব শক্তিশালী দল। সাকিব ভাই, তামিম ভাই নেই। তাতে আমাদের কিছুটা দুর্বলতা আছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে তাদের ছাড়াই জিতেছি। তার মানে আমাদের ভাইদের যেকোনো অবস্থাতেই লড়াই করার ক্ষমতা আছে।’জাহানার খাতুন বলেন ,’ আমি মনে-প্রাণে চাই আমাদের মতো ভাইরাও এশিয়া কাপ জিতে ফিরুক। কেনো তারা পারবে না! তাদের সেই ক্ষমতা আছে। ভারত প্রতিপক্ষ তাতে কি? ওদেরতো আমরা আগেও হারিয়েছি। ক্রিকেট এমন একটা খেলা যেখানে বড় দল, ছোট দল বলে কিছু নেই।’ আরও পড়ুন সৌরভ গাঙ্গুলি যোগ দিচ্ছেন বিজেপিতে আইপিএলে ক্রিকেটের চেয়ে প্রাধান্য পায় টাকা : ডেল স্টেইন