‘আমার হট ইমেজ, তাই সুপারহট দৃশ্যে অভিনয় করি’ টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৮ | আপডেট: ১০:১২:অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৮ টিবিটি বিনোদনঃবলিউডে হিন্দি ছবির পাশাপাশি বেশ কিছু তামিল, তেলেগু ভাষার ছবিতে কাজ করেছেন লাস্যময়ী অভিনেত্রী নিতু চন্দ্রা। বরাবরই তাকে পর্দায় উষ্ণতা ছড়াতে দেখা গেছে। শুধু তাই নয়, একাধিকবার নগ্ন ফটোশ্যুট করেও বিতর্কিত শিরোনাম হয়েছেন নিতু। বর্তমানে নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরইমধ্যে হলিউডের একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। কিছুদিন পরই ছবিটির শুটিং হবে।এর আগে রেখা ভরতবাজের গাওয়া ‘হু মে তুমহারি’ নামের একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিচ্ছেন নিতু।জানা গেছে, এ মিউজিক ভিডিওটিতেও তাকে বেশ খোলামেলা রূপেই দেখতে পারবে দর্শক। শুধু বিকিনি ও সুইমস্যুট পরে কয়েকটি দৃশ্যে দেখা যাবে তাকে। থাকবে চুম্বন দৃশ্যও।প্রতিবারই কেন এমন উষ্ণতা ছড়ানো দৃশ্যে অভিনয় করেন তিনি। এ প্রসঙ্গে নিতু বলেন, ‘যার যেমন ইমেজ তার তেমন কাজই আসলে করা উচিত। আমার হট ইমেজ। তাই আমি সুপারহট দৃশ্যে অভিনয় করি। দর্শক দারুন উপভোগও করে। আমি তাতে কোনও সমস্যা দেখি না।’তিনি মনে করেন, তার ভক্ত ও দর্শকরা তাকে এমন রূপেই বেশি পছন্দ করে। আরও পড়ুন ইউলিয়াকে উর্দু শিখিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন সালমান! ‘সালার’র মুক্তির তারিখ জানালেন প্রভাস