আমেরিকার অস্ত্র বিক্রিতে বাধা চীনের টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮ | আপডেট: ১২:৪৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিতে আমেরিকাকে বাধা দিচ্ছে চীন। দেশটি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ পদক্ষেপের কারণে দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।মার্কিন এ পদক্ষেপের বিরুদ্ধে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং প্রতিবাদ জানান। তিনি বলেন, চীন এরইমধ্যে ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।চীনা মুখপাত্র বলেন, তার সরকার সম্ভাব্য অস্ত্র বিক্রির বিরুদ্ধে কঠোর আপত্তি এবং এ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছে। বেইজিং বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে তা হবে চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন।এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের সামরিক বিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে । অবশ্য এ অনুমোদনের বিষয়ে মার্কিন কংগ্রেস আপত্তি করার জন্য ৩০ দিন সময় পাবে।কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি না উঠলে এসব যন্ত্রাংশ পেতে তাইওয়ানের আর কোনো সমস্যা হবে না। এসব যন্ত্রাংশ তাইওয়ান এফ-১৬, সি-১৩০ এবং এফ-৫ বিমানে ব্যবহার করবে। আরও পড়ুন ভারত বায়োটেকের ২ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনবে ব্রাজিল বক্সার টাইসন এখন সফল গাঁজা চাষী, প্রতিমাসে আয় ৪ কোটি টাকা