আমেরিকা কী করে তা দেখার জন্য অপেক্ষা করব: কিম টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮ | আপডেট: ১১:১৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮ কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য আর এককভাবে কোনও পদক্ষেপ না নেয়ার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, এরইমধ্যে পিয়ংইয়ং’র পক্ষ থেকে নেয়া পদক্ষেপগুলোর বিপরীতে আমেরিকা কী করে সেটি দেখার জন্য তিনি এখন অপেক্ষা করবেন।রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কো গত রবিবার পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কিম এসব কথা বলেন।ম্যাতভিয়েঙ্কোর বরাত দিয়ে সোমবার রুশ বার্তা সংস্থা রিয়া নোভোস্তিকে জানিয়েছেন, কিম তাকে সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ না নেয়া পর্যন্ত উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের জন্য আর কোনও কাজ করবে না।রুশ পার্লামেন্ট স্পিকার বলেন, উত্তর কোরিয়া চায় তারা যতটুকু অগ্রসর হবে আমেরিকার পক্ষ থেকে ততটুকু অগ্রসর হতে হবে। পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় কিম জং-উন ক্ষোভও প্রকাশ করেছেন।উত্তর কোরিয়ার নেতা বলেছেন, তার দেশ সব কাজ শেষ করার পর আমেরিকা কি করে সেটা দেখার জন্য অপেক্ষা করতে পারবে না।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বিরল বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হন দুই নেতা। ওয়াশিংটন বলছে, উত্তর কোরিয়া তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করার পরই কেবল দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আরও পড়ুন ভারত পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল কানাডা লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌযান ডুবি