আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানদের দুর্দান্ত জয় টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮ | আপডেট: ৩:৫১:পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে সফরকারী আফগানিস্তান। সোমবার বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৯ রানে জয় তুলে নেয় আফগানরা। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় আফগানিস্তান। কারণ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট।সোমবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে গুলবদিন নাইব ৬৪ ও হাশমতউল্লাহ শহীদি ৫৪ রান করেন। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে টিম মুরতাঘ ৪টি, বয়েড র্যানকিন ৩টি, পিটার চেজ ১টি ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১টি করে উইকেট শিকার করেন।পরে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৪৮.৩ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলেরর পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন অ্যান্ডি বলবার্নি। আফগানিস্তানের বোলারদের মধ্যে আফতাব আলম ২টি, মুজিব উর রহমান ১টি, গুলবদিন নাইব ১টি, মোহাম্মদ নবী ২টি ও রশীদ খান ২টি করে উইকেট শিকার করেন।সংক্ষিপ্ত স্কোরআফগানিস্তান ইনিংস: ২২৭/৯ (৫০ ওভার)আয়ারল্যান্ড ইনিংস: ১৯৮ (৪৮.৩ ওভার) আরও পড়ুন সুযোগ পেয়েও জাতীয় দলে খেলবেন না নারিন শেষ টেস্টে বুমরাহকে পাচ্ছে না ভারত