ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করছেন আশাশুনি নাগরিক সমাজের নেতৃবৃন্দ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ জি এম মুজিবুর রহমান, আশাশুনি, সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি উপজেলা সদরের ভাঙ্গন কবলিত পাউবোৎর ভেড়ী বাঁধ নির্মানের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে আশাশুনি নাগরিক সমাজের নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।আশাশুনি সদরের মানিকখালী ব্রীজ হতে দয়ারঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ২ কিঃমিঃ খোলপেটুয়া নদীর ভেড়ী বাঁধচরম জরাজীর্ণ হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধটি ভেঙ্গে বিস্তীর্ণএলাকা প্লাবিত হয়। দীর্ঘ ৬ মাসেও বাঁধটি নির্মান করে নদীর পানি ভিতরে জোয়ারভাটায় উঠানাম করছে। এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বাঁধটি দ্রুত নির্মান করে এলাবাসীকে রক্ষার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার কাছে মাননীয় পানি সম্পদ মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। নাগরিক সমাজের সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক রুহুল আমিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রেসক্লাব সেক্রেটারী সমীর রায়, খালিদ হোসেন, রণজিৎ কুমার বৈদ্য, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন। আরও পড়ুন পাইকগাছায় ওয়ারেন্টভূক্ত আসামী পাকড়াও করতে গিয়ে গ্রাম পুলিশরা লাঞ্ছিত, মামলায় আটক-২ বুধহাটায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর