ইরাকের বিমান ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ | আপডেট: ৭:৪৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ প্রতীকী ছবিইরাকের সালাউদ্দিন প্রদেশের আল-বালাদ বিমান ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা চালানো হয়েছে।জানা গেছে, ওই ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ইরাকের ‘সাবেরিন’ নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে ঐ ঘাঁটিতে পরপর তিনটি রকেট আঘাত হেনেছে। রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল-বালাদ ঘাঁটিটি।ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি চলতি সপ্তাহেই ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।সূত্র: পার্সটুডে আরও পড়ুন মহানবীকে (সা.) অবমাননাকারীদের কড়া শাস্তির দাবি ইমরান খানের মসজিদে তারাবির নামাজের সময় গুলি চালিয়ে একই পরিবারের ৮ জনকে হত্যা