ইরানে আসছেন রুশ ও তুর্কি প্রেসিডেন্ট টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ৪:২০:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ সিরিয়া ইস্যুতে বৈঠক করতে ইসলামি প্রজাতন্ত্র ইরানে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়া সংকট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য তিন নেতার মধ্যে আগামী ৭ সেপ্টেম্বর ইরানে এ বৈঠক অনুষ্ঠিত হবে।ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে এ বৈঠক হবে। এর আগে তিন প্রেসিডেন্ট রাশিয়ার সোচি শহরে এবং তুরস্কের রাজধানী আংকারায় বৈঠক করেছেন। এসব বৈঠক থেকে তিন প্রেসিডেন্ট সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া, সিরিয়ায় টেকসই যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়েও তিন নেতা অঙ্গীকার ব্যক্ত করেন।গত বছরের ২২ নভেম্বর সোচি বৈঠকে প্রেসিডেন্ট রুহানি সিরিয়া ও ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরাজয়ের প্রশংসা করেন তবে সিরিয়ায় সম্পূর্ণভাবে এ গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার কথা বলেন। আরও পড়ুন দশম শ্রেণির ছাত্রীর ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে দোয়া করলেন প্রধানমন্ত্রী দেশে এখন ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী