ইরান-ইসরাইল, যুদ্ধের প্রস্তুতিতে এগিয়ে কে? টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ মধ্যপ্রাচ্যের বিবদমান দুই দেশ ইরান ও ইসরাইল। প্রতিনিয়ত দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশই অব্যাহতভাবে একে অন্যকে হুমকি দিয়ে আসছে।কিন্তু দেশ দুটি একে অন্যের সঙ্গে যুদ্ধ করতে কতটা প্রস্তুত? আসুন একনজরে দেখে নেই সামরিক শক্তিতে এগিয়ে কে…ইসরাইল : ইরানজনসংখ্যা ৮,২৭৪,৫২৭ : ৮৩,০০১,৬৩৩সক্রিয় সেনা ১৮৭,০০০ : ৫৫০,০০০রিজার্ভ সেনা ৫৬৫,০০০ : ৬৫০,০০০সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা ১৭,৯৭,৯৬০ : ২৩,৬১৯,২১৫পারমাণবিক অস্ত্র ২০০ : ০ট্যাংক ৩৫০০ : ২,৫৬৯সামরিক যান ১০,২৮৫ : ১২,৪১৫আর্টিলারি ১৫২২ : ৫৩৮৩সেল্ফ প্রপেল্ড আর্টিলারি ৬৫০ : ৩২০রকেট আর্টিলারি ৪৮ : ১৪৯৩সামরিক বিমান ৭৭২ : ৮৮৩যুদ্ধবিমান ৪৬০ : ৩৩৬অ্যাটাক বিমান ২৪৫ : ১৪৫হেলিকপ্টার ১৭৭ : ৩২৪মেরিন জাহাজ ৭৪ : ৪০৬সাবমেরিন ৫ : ৪০হস্তচালিত কামান ৪৫৬ : ২,০১০স্বয়ংক্রিয় কামান ৬২০ : ৮৬৫ আরও পড়ুন ২৯১ আসনে প্রার্থী ঘোষণা, একঝাঁক তারকাকে মনোনয়ন দিলেন মমতা অবশেষে মারা গেল ৭১ কেজি প্লাস্টিক খাওয়া গরুটি