ইসলামের টানে অভিনয় ছাড়লেন বলিউডের শাকিব খান টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ ভারতীয় টিভি তারকা সাকিব খান। ছবি: ইনস্টাগ্রামগত বছর ইসলাম ধর্মকে পুরোপুরিভাবে অনুসরণ করতে বলিউড ছেড়েছিলেন অভিনেত্রী সানা খান। এবার একই ঘোষণা দিলেন ভারতীয় টিভি অভিনেতা শাকিব খান। অভিনয়কে চিরদিনের মতো বিদায় জানিয়েছেন বলে সোশাল মিডিয়ায় ঘোষণা দিয়েছেন তিনি।সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমার হাতে অনেক কাজ আছে৷ বেশ কিছু ভালো প্রডাকশনের প্রস্তাব আছে৷ কিন্তু আমি এখানে আর কাজ করি তাতে আল্লাহর সায় নেই। আমি স্পষ্টই তা অনুধাবমন করছি। তাই অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলাম। আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।’এই অভিনেতা ভক্তদের উদ্দেশে বলেছেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিতে।দীর্ঘ স্ট্যাটাসে সাকিব খান যে বক্তব্য দিয়েছেন, সেখানে টুপি পরে পবিত্র কোরআন শরিফ হাতে নিজের একটি স্থিরচিত্র যুক্ত করেছেন। View this post on Instagram A post shared by S A K I B K H A N (@saqibkhan_64)এর আগে গত বছরের অক্টোবর ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন বলিউড অভিনেত্রী সানা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাস না গড়াতেই ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সানা। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস।সে সময় সানা বলেছিলেন, ‘ইহলোকে আল্লাহর আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়। জীবনের যশ, খ্যাতি, ধন-দৌলত উপার্জন তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোভের জীবন ত্যাগ করে মনুষ্যত্বের পথে চলা উচিত। তাই আমিও সেই পথে চলব বলে ঠিক করেছি। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করব। সবাই প্রার্থনা করুন, আল্লাহ যাতে আমাকে পথ দেখান এবং মানুষকে সেবা করার শক্তি জোগান।’২০০৫ সালে ক্যারিয়ার শুরু করেন সানা। বিভিন্ন বিজ্ঞাপনে পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম ভাষার একাধিক ছবিতে দেখা যায় তাঁকে। ২০১২ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর তুমুল জনপ্রিয়তা পান সানা। তবে এখন সানার ব্রত সৃষ্টিকর্তার সান্নিধ্য। আরও পড়ুন তৃতীয় সন্তান নিলেই জেল-জরিমানার দাবি! করোনায় বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যু