ইসি মাহবুব তালুকদার বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে: হানিফ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ | আপডেট: ৭:২০:অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যে জাতি হতাশ হয়েছে।তিনি বলেন, মাহবুব তালুকদার বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছেন। দুপরে কুষ্টিয়ার গোপালপুরে মুজিব বর্ষে গৃহহীনদের জন্য নির্মিত বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন হানিফ।মাহবুব উল আলম হানিফ আরও বলেন,’তিনি যে বক্তব্য দিলেন নির্বাচনকে কেন্দ্র করে, এটাতে জাতি হতাশ হয়েছে। রাজনৈতিক দলের যারা যারা প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনারের বক্তব্য আর বিএনপি নেতাদের বক্তব্যের মাঝে কোন পার্থক্য খুঁজে পাওয়া যায়নি।’ আরও পড়ুন দেশে এখন ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী যত অর্জন সবকিছুর সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম: তথ্যমন্ত্রী