ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী আটক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ | আপডেট: ৪:০৫:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ টিবিটি দেশজুড়েঃ কুমিল্লায় ইয়াবাসহ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় নেত্রী এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী শিরিন আক্তারকে আটক করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর ভাটপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছে রক্ষিত ৫৫ পিস ইয়াবা উদ্ধার করার হয় বলেও জানিয়েছে র্যাব। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ কুমিল্লার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শিরিন আক্তারকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।আটকের পর শাকতলাস্থ র্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।উল্লেখ্য, ইয়াবাসহ আটক শিরিন আক্তার জাসদের (আ.স.ম. আব্দুর রব) কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি বিগত দুইবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন। আরও পড়ুন ভাসানচর পরিদর্শন করল ওআইসি প্রতিনিধি দল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ‘ওআইসি’-সহকারী মহাসচিব