ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়লো পুলিশ সদস্য টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ | আপডেট: ৬:০৯:পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ টিবিটি দেশজুড়ে: চট্টগ্রামে ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েছেন পুলিশের এক সদস্য। তার নাম আবুল বাশার। শনিবার সকালে মিরাসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।র্যাব-৭ এর স্কোয়াড্রেন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, সকালে বাশার মোটর সাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। জোরারগঞ্জ এলাকা অতিক্রমের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।র্যাব জানায়, বাশার সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। কিছুদিন আগে সে মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিল। তারপর থেকে বাশার বরাখাস্ত অবস্থায় জেলা পুলিশ লাইনে সংযুক্ত অবস্থায় আছেন। আরও পড়ুন নোয়াখালী চালাই আমি : এমপি একরামুল আইনমন্ত্রীর ‘সান্নিধ্য পেতে’ দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০