ইয়ামাহা বাজারে আনল এফজেড সিরিজের নতুন বাইক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ | আপডেট: ২:৪৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ ইয়ামাহা বাজারে আনল এফজেড সিরিজের নতুন বাইক। পুরনো এফজেড এফআই এবং এফজেডএস এফআই মডেলের এই দুই নতুন বাইকে ইঞ্জিনে বিশেষ কোনও পার্থক্য নেই।ইঞ্জিন এবং ফিচারের প্রসঙ্গে বলা যায়, নতুন মডেলে এই বিষয়গুলো অপরিবর্তিত রেখেছে ইয়ামাহা। নতুন এফজেড সিরিজের এই বাইকগুলোতে আছে ১৪৯ সিসির এয়ার কুল, ফোর স্ট্রোক ফুয়েল ইনজেক্টেড, বিএস ৬ ইঞ্জিননতুন মডেলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ‘সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ’।যদিও এফজেডএস এফআই মডেলে অতিরিক্ত ফিচার হিসেবে আছে ইয়ামাহা মটরসাইকেল কানেক্ট এক্স। এটি ব্লু-টুথের মাধ্যমে সংযোগ করা যায়। গত বছরই এই অ্যাপ্লিকেশন লঞ্চ করেছিল তারা। এই অ্যাপের মাধ্যমে বাইকের লোকেশন, ই-লক, হ্যাজার্ড লাইট, রাইডিং হিস্ট্রির পাশাপাশি পার্কিং রেকর্ডও জানা যাবে।ম্যাট রেড, ডার্ক ম্যাট ব্লু, ম্যাট ব্ল্যাক, ডার্ক নাইট এবং ভিন্টেজ এডিশনে এই মডেলের বাইক পাওয়া যাবে। আরও পড়ুন সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দিবে : আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশে তরুণদের সেরা পছন্দ রিয়েলমির প্রথম বর্ষপূর্তি