ঈদে টিভিতে দেখুন ৩৮টি ঈদ ধারাবাহিক টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৮ | আপডেট: ১২:৫০:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৮ ঈদের ছুটি তিনদিন হলেও চ্যানেলগুলোতে ঈদের আয়োজন থাকে টানা সাতদিন। কোন কোন চ্যানেলে আবার দশদিনব্যাপীও ঈদের অনুষ্ঠান প্রচার করা হয়। ঈদের এ সাতদিন সাত পর্বের ধারাবাহিক নাটক প্রচারের প্রাধান্য বেশি দেখা যায়। এবারের ঈদে সাতদিন সব চ্যানেল মিলে প্রায় ৩৮টি ধারাবাহিক নাটক প্রচার হবে। ধারাবাহিকগুলো কোথায় কখন প্রচার হবে সেগুলোই তুলে ধরা হলো-চ্যানেল আইকাকু যখন কুমিল্লায় (ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ১০ মিনিট)ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ অবলম্বনে, পরিচালনা আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল।একুশে টেলিভিশনদারোগা সাহেব বিষয় কী (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ২০ মিনিট)রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা উজ্জ্বল মাহমুদ। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, আইরিন।চাঁদের চাঁদা (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা ২০ মিনিট)রচনা অয়ন চৌধুরী, পরিচালনা শাহনেওয়াজ রিপন। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম, ফারুক আহমেদ।দাদা গাইড লাগবে (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ১১টা ২০ মিনিট)রচনা সাজিন আহমেদ, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই, ফারুক আহমেদ।এনটিভিযুবরাজ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট)পরিচালনা এ আর বেলাল। অভিনয়ে রিয়াজ, নিলয়, আজমেরী আশা, প্রমা আজিজ, ইলোরা গওহর।আবুলের ব্রেইনওয়াশ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট)রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে মোশাররফ করিম, সুমাইয়া শিমু, জেনি, জুঁই করিম, আ খ ম হাসান, ফজলুর রহমান বাবু।আমি এমন তুমি কেমন (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা ৫০ মিনিট)রচনা ও পরিচালনা এজাজ মুন্না। অভিনয়ে মিশু সাব্বির, জোভান, ঊর্মিলা, ভাবনা।আরটিভিআদর্শ স্বামী (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা)রচনা সাজিন আহমেদ বাবু, পরিচালনা মিলন ভট্ট। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, স্বর্ণা।হোয়াট ইজ লাভ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ৫০ মিনিট)রচনা ও পরিচালনা সাফায়েত মনসুর রানা। অভিনয়ে জন, অপর্ণা, মিশু সাব্বির, সোনিয়া, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর।মাহিনের রূপবান বিয়ে (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা ৩৫ মিনিট)রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, তিশা, নাদিয়া নদী।বাংলাভিশনফ্যান্টাস্টিক ফ্যাট ম্যান (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, সাবিলা নূর, নওশাবা, শানারেই দেবী শানু, ফারুক আহমেদ, আরফান আহমেদ।পলিসি কাসেম (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৮টা ৪০ মিনিট)রচনা পলাশ মাহবুব, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জাহিদ হাসান, তিশা।চরিত্র—স্ত্রী (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা ৫৫ মিনিট)রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, নাবিলা ইসলাম, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ।চিরকুমার এর শপথ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ১১টা)রচনা কাজী শহিদুল ইসলাম, পরিচালনা সালাহ্উদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, শ্যামল মাওলা, তাহমিনা সুলতানা মৌ, সালাহউদ্দিন লাভলু, আরফান আহমেদ, ফারুক আহমেদ, তানিয়া বৃষ্টি, আইরিন।বৈশাখী টেলিভিশনখোকা কঞ্জুস (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, দুপুর ১টা ৩০ মিনিট)রচনা রুহুল আমিন পথিক, পরিচালনা শাহরিয়ার সুমন। অভিনয়ে জাহিদ হাসান, দীপা খন্দকার, ছন্দা, জোভান।কিপ্টা দুলাভাই (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ২০ মিনিট)রচনা আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা রুমান রুনি। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, নাদিয়া, মিম, কাজল সুবর্ণ।ব্রেক ফেইল ৪ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)রচনা ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাজু খাদেম, মিশু সাব্বির, অহনা, নাজিরা মৌ।কিড সোলায়মান ২ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা ১৫ মিনিট)রচনা ও পরিচালনা সাজিন আহমেদ বাবু। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম।লাল দালান (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ১০টা ৩০ মিনিট)রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে আ খ ম হাসান, শখ, বাবর, জামিল, কাজী শুভ।বউয়ের দোয়া পরিবহন (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ১১টা ১০ মিনিট)রচনা আহসান আলমগীর, পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে আ খ ম হাসান, জামিল, মৌসুমী হামিদ, আলভী, সানজিদা তন্ময়, চিত্রলেখা গুহ।এটিএন বাংলাচাইনিজ প্রেমকুমার (ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত, সকাল ৯টা)রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে পিয়া বিপাশা, ইমন, শামীমা নাজনীন, মাজনুন মিজান, সোহেল খান।বড় ভাই (ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত, সকাল ৯টা ৩০ মিনিট)রচনা সেজান নূর, পরিচালনা সর্দার রোকন। অভিনয়ে লারা লোটাস, সাব্বির।সময়টা আমাদের (ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)রচনা ও পরিচালনা মোহন খান। অভিনয়ে সজল, মিলা, দীপা খন্দকার, বন্যা মির্জা, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টপাধ্যায়, অরুণা বিশ্বাস।চুটকি ভাণ্ডার ৬ (ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত, রাত ৮টা)পরিচালনা শামীম আজাদ। অভিনয়ে সাজু খাদেম, আরফান আহমেদ, আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, তারেক স্বপন, অহনা, শামিমা তুষ্টি, নাবিলা ইসলাম।অতি ভক্তি চোরের লক্ষণ (ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত, রাত ৯টা ৩০ মিনিট)রচনা ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, সাজু খাদেম, মিশু সাব্বির, নাদিয়া, অর্ষা, নওশীন, সাঈদ বাবু।দেশ টিভিচকলেট (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট)রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে আব্দুল্লাহ রানা, অপূর্ব, জনি, ইলোরা গওহর, নীলাঞ্জনা নীলা।মাছরাঙাবাবুর্চিয়ানা (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা)পরিচালনা নজরুল ইসলাম রাজু। অভিনয়ে নিশো, সানজিদা প্রীতি, ইন্তেখাব দিনার।চ্যানেল নাইনকাঠগড়া (ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা)পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে তৌকীর আহমেদ, শখ, নিলয়, শশী, ডা. এজাজ।লং ড্রাইভ (ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, রাত ৯টা)পরিচালনা সরদার রোকন। অভিনয়ে অপূর্ব, মিথিলা, জনি, নাদিয়া মিম, নীলাঞ্জনা নীলা।এসএ টেলিভিশননেয়ামত সাহেবের নতুন বৌ (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, বিকেল ৫টা ৩০ মিনিট)পরিচালনা অনিরুদ্ধ রাসেল। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শখ, নাদিয়া।ক্রস কানেকশন (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জোভান, প্রভা, ভাবনা, টয়া।দীপ্ত টিভিউল্টো দেশে উল্টো বেশে (ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা)রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে শামীমা নাজনীন, মনিরা মিঠু, শখ, আ খ ম হাসান।নাগরিক টিভিএকটা দোতলা বাড়ির গল্প (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা)রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, শামস সুমন, জিতু আহসান।হিরো আকরাম (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট)পরিচালনা হিমেল আশরাফ। অভিনয়ে জাহিদ হাসান, তিশা।উড়ো চিঠি (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৮টা ২০ মিনিট)পরিচালনা আরিফ খান। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, রাইসুল ইসলাম আসাদ।জনাব প্যাচি খান (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা)পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ হোসেন, নাদিয়া, শামীম জামান।কলকাতার দাদাবাবু (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা ৪০ মিনিট)পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, সাজু খাদেম।হায় সমশেদ! (ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ১০টা ২০ মিনিট)রচনা সাজিন আহমেদ বাবু, পরিচালনা মারুফ মিঠু। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম, ঈশানা, কচি খন্দকার। আরও পড়ুন রাকিবকে আমার বাটপার মনে হচ্ছে: নাসিরের মডেল বান্ধবী টিকা নিয়ে ধন্যবাদ জানালেন তাহসান