উত্তর প্রদেশে এটিএম বুথের ভেতরে সাপ, ভিডিও ভাইরাল টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ১২, ২০২০ | আপডেট: ৮:৩২:অপরাহ্ণ, মে ১২, ২০২০ লকডাউনে কিছু কিছু পশুপাখিদের খাবারে টান পড়তে দেখা গিয়েছে। কিন্তু তাদের মধ্যে কারও কারও কি টাকারও দরকার পড়ছে? এই ভিডিও দেখে এমনটাই মনে হতে পারে। কারণ একটি এটিএমে কয়েক ফুট লম্বা একটি সাপ ঢুকে যেতে দেখা গেল। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।বুধবার ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের গোবিন্দপুরী আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম বুথে এ ঘটনা ঘটে।ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।এটিএমে সাপটি ঢুকে পড়ার পর বাইরে থেকে দরজা বন্ধ করে দেন এক নিরাপত্তা কর্মী। সাপ ঢুকে পড়ার খবরে এটিএমের বাইরে ভিড় জমে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি এটিএম বুথ বেয়ে উপরে উঠে দিকে ওঠে। এর পরই বুথটির ফাঁকা অংশে আশ্রয় নেয়।সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। আরও পড়ুন ১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোন! নিজেদের বহুগামী পরিবারের গল্প শোনালেন মার্লিন ছবি তুলতে রেললাইনে শুয়ে পড়লেন ব্রিটিশ নারী