এক নজরে বাংলাদেশের সব হোয়াইটওয়াশের কীর্তি টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ৯:২২:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ করোনাভাইরাস মহামারি বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ এক অর্জন বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছে তারা। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২০ রানে সফরকারীদের হারিয়ে সিরিজ ৩-০ তে শেষ করলো বাংলাদেশ। এটি ছিল তাদের ১৪তম হোয়াইটওয়াশের কীর্তি।ওয়েস্ট ইন্ডিজকে ১২ বছর পর হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ, ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি দ্বিতীয়। টেস্ট খেলুড়ে কোনও দেশের বিপক্ষে এটা টাইগারদের ১১তম হোয়াইটওয়াশ। বাংলাদেশের কাছে সবচেয়ে বেশি পাঁচবার এই লজ্জা পেয়েছে জিম্বাবুয়ে। কেনিয়া, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার করে এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাকিস্তানকে একবার করে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশসাল প্রতিপক্ষ ব্যবধান২০০৫-০৬ কেনিয়া ৪-০২০০৬ কেনিয়া ৩-০২০০৬-০৭ জিম্বাবুয়ে ৫-০২০০৬-০৭ স্কটল্যান্ড ২-০২০০৭-০৮ আয়ারল্যান্ড ৩-০২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ৩-০২০১০-১১ নিউজিল্যান্ড ৪-০২০১৩-১৪ নিউজিল্যান্ড ৩-০২০১৪-১৫ জিম্বাবুয়ে ৫-০২০১৫ পাকিস্তান ৩-০২০১৫ জিম্বাবুয়ে ৩-০২০১৮ জিম্বাবুয়ে ৩-০২০১৮ জিম্বাবুয়ে ৩-০২০২১ ওয়েস্ট ইন্ডিজ ৩-০ আরও পড়ুন মায়ের জন্য শাস্তি মওকুফ হচ্ছে শাহাদাতের কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলনে মাহমুদউল্লাহর সন্তুষ্টি