এক ম্যাচে ২৬ গোল, ৮৬ বছরের রেকর্ড ম্লান টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৮ | আপডেট: ৫:১১:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৮ ৮৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিল ভারতের হকি দল। এশিয়ান গেমস হকির প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৭-০ উড়িয়ে দেয় ভারত। দ্বিতীয় ম্যাচে আরও বিধ্বংসী তারা। এদিন হংকংকে ২৬-০ মাটি ধরাল ভারতের হকি দল।এর আগে ১৯৩২ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে ভারতের হকি দল ২৪-১ গোলে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। জাকার্তা এশিয়ান গেমসে সেই রেকর্ডও ভেঙে দিল ভারতের ছেলেরা।রূপিন্দর পাল সিংহ (৩,৫,৩০,৪৫ এবং ৫৯ মিনিটে) পাঁচটি, হরমনপ্রীত (২৯,৫২,৫৩ এবং ৫৪ মিনিট) চারটি, আকাশদীপ (২, ৩২ এবং ৩৫ মিনিট) হ্যাটট্রিক করেন। মনপ্রীত (২টি), ললিত উপাধ্যায় (২টি), বরুণ কুমার (২টি), এসভি সুনীল, বিবেক সাগর প্রসাদ, মনদীপ সিংহ, অমিত রোহিদাস, দিলপ্রীত সিংহ, চিংলেনসানা সিংহ, সীমরানজিত সিংহ এবং সুরেন্দার কুমার একটি করে গোল করেন।দলের চার জন সদস্য কেবল হংকংয়ের জালে বল জড়াতে পারেননি। তাঁদের মধ্যে রয়েছেন গোলকিপার পিআর শ্রীজেশ। আরও পড়ুন অলিম্পিক ছাড়তেও রাজি; তবু করোনার ভ্যাকসিন নেবেন না ব্লেক! মেলবোর্ন পার্কের নতুন রানি নাওমি ওসাকা