এক রুই ও এক আইড়ের দাম ৫১ হাজার টাকা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১ আরিচা ফেরিঘাটের পদ্মা নদীর অদূরে কালীদাস হলদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি রুই ও ১০ কেজি ২শ’ গ্রাম ওজনের একটি আইড় মাছ।বুধবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটু লাভের আশায় ওই জেলের থেকে মাছ দুটি কিনে নেন। এ সময় ১৪ কেজি ওজনের রুই মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকা ও ১০ কেজি ২শ’ গ্রাম ওজনের আইড় মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় কিনে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, একটু লাভের আশায় সকালে পাবনার কালীদাস হলদারের কাছ থেকে ১৪ কেজি ওজনের একটি রুই ৩৫ হাজার ও ১০ কেজি ২শ’ গ্রাম ওজনের একটি আইড় ১৬ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকায় কিনেছেন। এখন একটু সামান্য লাভে মাছ দুটি বিক্রির জন্য মোবাইলফোনে বিভিন্নস্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছ দুটি বিক্রি হয়ে যাবে। আরও পড়ুন করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু পাঞ্জাবির বোতাম লাগানোকে কেন্দ্র করে হামলা, একজন গুলিবিদ্ধ