এখনই কুয়াশায় ঢেকে যাচ্ছে সর্বোত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড় টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ | আপডেট: ১০:২৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ বাংলাদেশের সর্বোত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশে অবস্থিত । ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার কারণে দিনদিন এখানে বেড়েই চলছে শীতের অনুভূতি। গত কয়েকদিন ধরে ভোর থেকে । ঘন কুয়াশা পড়তে শুরু করেছে এখানে ৩-৪ ঘণ্টা ধরে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ ।স্থানীয় বাসিন্দা একজন বলেন, গত কয়েকদিন ধরে রাতে ঠাণ্ডা পড়ছে। ভোরের দিকে ঠাণ্ডা বেশি পড়ার কারণে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। দিনের বেলায় সূর্যের আলোয় তাপমাত্রা বেশি থাকলেও সারাদিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যা নামতেই অনুভূত হয় শীত।এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,ভৌগলিক কারণে পঞ্চগড়ে শীতের অনুভূতি দেশের অন্যান্য জায়গার চেয়ে আগে পাওয়া যায়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের অনুভূতি।গত সাতদিনে এখানে সর্বনিম্ন ২২ দশমিক ৭ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে দিনে সর্বোচ্চ ৩০ দশমিক ৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। আরও পড়ুন ধর্মপাশায় হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু পটিয়ায় বৌদ্ধ ধর্ম গুরুর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী