এবারও জয়ের জন্মদিনের পার্টিতে আসলেন না শাকিব টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ | আপডেট: ১২:০৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ গতবারের ন্যায় এবারও জয়ের জন্মদিনের পার্টিতে দেখা গেল না শাকিব খানকে। অথচ শাকিব খানের জন্য আলাদা বার্থডে কার্ড এবং সেই কার্ডে শাকিবের নাম লিখে পাঠিয়েছিলেন অপু।কিন্তু কি বা কোন কারণে শাকিব আসেননি সেটা এখনো জানা যায়নি। তবে এই ব্যাপারে শাকিব বলেন ,’ ‘আমি আসলে ছেলের জন্মদিনটা নিজের মতো করে কাটাচ্ছি। সেও (অপু) তার মতো পালন করছে। আমি বরং আমার মতোই কাটাই। সবচেয়ে বড় হচ্ছে ছেলের জন্য দোয়া প্রার্থনা। যে যেখানে যেভাবেই দিনটি পালন করুন, জয়ের জন্য দোয়া করবেন।’উল্লেখ্য গেলো বছর অপু বিশ্বাস তার সন্তানের জন্মদিনে জমকালো অনুষ্ঠান পালন করলেও দাওয়াত কার্ডে শাকিব খানের নাম ব্যবহার করেননি। তবে এবারের জন্মদিনের দাওয়াত কার্ডে অপু বিশ্বাস তার নামের পাশাপাশি শাকিব খানের নাম ব্যবহার করেছেন। আরও পড়ুন টিকা নিলেন নায়িকা ববিতা, ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রীকে টিকা নিলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা