এবার রানুর মেয়ের গান ভাইরাল (ভিডিও) টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ | আপডেট: ১২:০৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ রানাঘাটের স্টেশনে লতার গান গেয়ে রাতারাতি সেলেব্রিটি বনে যাওয়ার পর থেকে রানু মণ্ডল কী করছেন, কী পরছেন, কী গাইছেন…তার প্রতিটি গতিবিধিই খবরের শীর্ষে!রানু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। তারকা হয়ে যেতেই দীর্ঘ আট বছর পর মায়ের কাছে ফিরে এলেন মেজো মেয়ে সাথী রায়। মায়ের দেখাদেখি তিনিও এবার সোশ্যাল মিডিয়ায় গান আপলোড করলেন!চার ছেলে মেয়ে রানুর। কিন্তু যোগাযোগ নেই কারোর সঙ্গে। অবশেষে দেখা হল মেজো মেয়ের সঙ্গে।তবে, সাথী রায়কে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে নেট দুনিয়ায়। কয়েক বছর আগে মাকে ফেলে রেখে চলে যান সাথী। তখন রানুর বয়স ৫০ বছর। রানুর সেই সময় কোনও রোজগার ছিল না। ছিল না টাকা পয়সা বা সম্পত্তি।কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফিরে এলেন তার মেয়ে। প্রায় ১০ বছর ধরে ভবঘুরের জীবন কাটাছিলেন রানু। নেটিজেনদের অভিযোগ, রানুর কাছে টাকা ছিল না এবং তাকে দেখতে ভাল নয় বলে মেয়ে ছেড়ে চলে গিয়েছিল। আরও পড়ুন ‘বড় ছবির সুযোগ আসে, বিনিময়ে বিছানায় যেতে বলে’ সুন্দর হতে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে এ কী হাল অভিনেত্রীর!