এবার সৌম্য-মুমিনুলদের কণ্ঠে ‘আমরা করব জয়’ (ভিডিও) টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ | আপডেট: ৯:২৫:পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ একটা সময় যেকোনো আন্তর্জাতিক ম্যাচ জয়ের পরপরই বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুম মুখরিত হয়ে উঠত এই গানে। মাঝখানে বেশ কিছু দিন এই গান শোনা যায়নি ড্রেসিং রুমে। তবে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়ে আবারও বাংলাদেশের ড্রেসিং রুমে ফিরল সেই গান।মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম-তামিম ইকবাল-আরিফুল হক-রুবেল হোসেনদের কণ্ঠে শোনা গিয়েছিল ‘আমরা করব জয়’ গানটি। এর ১৫ দিন পর আবারও বাংলাদেশি ক্রিকেটারদের গলায় শোনা গেল সেই গান। তবে সাকিব-রনিরা নয়, এবার বাংলাদেশ ‘এ’ দলের ড্রেসিং রুমে শোনা গেল গানটি।আয়ারল্যান্ড ‘এ’ দলকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারানোর পর ডাবলিনে বাংলাদেশের ড্রেসিংরুমে এই গান গাইলেন সৌম্য-মুমিনুলরা।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অধিনায়ক সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে চার উইকেটে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘটে ছন্দপতন। বৃষ্টি আইনে আইরিশদের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ রানে হারে বাংলাদেশ ‘এ’ দল।দুই দলই এক ম্যাচ করে জেতায় তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে।সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও দেখা যায় সৌম্যর ব্যাটিং ঝলক। তাকে সঙ্গ দেন আরেক ওপেনার মোহাম্মদ মিথুন। এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় বাংলাদেশ ‘এ’ দল।সিরিজ জয়ের দুদিন পর বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায়, ‘আমরা করব জয়…’ গানে কণ্ঠ মেলাচ্ছেন সৌম্য, মুমিনুল, মিথুন, জাকির হোসেন, আল-আমিন, মোহাম্মদ সাইফউদ্দিনরা। সঙ্গে ছিলেন দলের ম্যানেজার নাফিস ইকবালও।Celebrating T20 series victory against Ireland.Posted by Nazmul Hossain Shanto on Saturday, August 18, 2018 আরও পড়ুন ঘুম, নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমে সময় কাটছে তামিমের ভারত-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ