এমপিওভুক্ত হচ্ছেন আইসিটি শিক্ষকরা টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮ | আপডেট: ৭:১১:পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদটি প্যাটার্নভুক্ত হওয়ায় এ পদে নিয়োগ এবং এমপিও প্রদানের বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমান।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে ইতোমধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও প্রদানের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে।নীতিমালা জারি হওয়ার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সহকারী শিক্ষকের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) শূন্য পদে নিয়োগের জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে বলেও আদেশে বলা হয়েছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে বলা হয়েছে, আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে আদেশ পাওয়া গেছে। শিগগিরই এটি বাস্তবায়নের কাজ শুরু হবে। আরও পড়ুন ভোটার দিবস মঙ্গলবার, প্রকাশ হচ্ছে চূড়ান্ত হালনাগাদ তালিকা যুক্তরাষ্ট্রের নেতারা আলজাজিরা প্রসঙ্গ তোলেননি : পররাষ্ট্রমন্ত্রী