এরদোগানের দেশে যাচ্ছেন সেনাপ্রধান আজিজ আহমেদ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ | আপডেট: ৯:৫৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ ফাইল ছবিসেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। তুরস্কের ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দারের আমন্ত্রণে তিনি এ শুভেচ্ছা সফরে যাচ্ছেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সেনাপ্রধান তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন। সফরকালে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্ক সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে। সফর শেষে তিনি আগামী ৬ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন। আরও পড়ুন ঢাকায় পৌঁছাল নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’ করোনায় দেশে আরো ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৫