এ বিজয় অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিজয়: কাদের মির্জা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ | আপডেট: ৬:৫১:অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা।কাদের মির্জা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ে পেয়েছেন ১০ হাজার ৩৭৮ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে এক হাজার ৭৭৮ ভোট পেয়েছেন কামাল উদ্দিন চৌধুরী। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী মোশাররফ হোসেন ভোট পেয়েছেন এক হাজার ৪৫১।নির্বাচনে জয়ের পর এক প্রতিক্রিয়ায় আবদুল কাদের মির্জা বলেন, এ বিজয় অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিজয়।আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।এর আগে পৌরসভার একটি কেন্দ্রে ভোট দিয়ে সকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখন শতভাগ আশাবাদী। হাই কমান্ড থেকে প্রশাসনকে বলা হয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’ আরও পড়ুন টেকনাফে সন্ত্রাসী আতঙ্কে সপ্তাহ ধরে ঘরবন্দী এক পরিবার ম্যাজিস্ট্রেটকে ধাওয়াকারী সেই সন্ত্রাসী কামাল সহযোগীসহ গ্রেফতার