কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ | আপডেট: ৫:৩৭:পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ টিবিটি দেশজুড়ে: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতেখারুল আলম আবিদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আবিদ ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন আবিদ। শনিবার সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল নামেন ইফতেখারুল আলম আবিদ ও তার বন্ধুরা।এক পর্যায়ে পানিতে ভেসে গিয়ে ডুবে যান আবিদ। ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফগার্ড তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে তার মৃত্যু হয়।সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আপন হোসেন মানিক জানান, নিহত আবিদের মরদেহ মর্গে রয়েছে। তার বন্ধুরা মরদেহটি ফেনীতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। আরও পড়ুন আইনমন্ত্রীর ‘সান্নিধ্য পেতে’ দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩