কনার ‘মন বলছে তাই’-এ ব্যাপক সাড়া টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ | আপডেট: ২:৪৯:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ জাগো মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি সংগীত শিল্পী দিলশাদ নাহার কনার ‘মন বলছে তাই’ শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে। গানটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।গান সম্পর্কে শিল্পী কনা বলেন, “অসম্ভব সুন্দর কথা আর নান্দনিক লোকেশনে ‘মন বলছে তাই’ গানটি নির্মাণ করা হয়েছে। আমার নিজের গাওয়া কিছু প্রিয় গানের মধ্যে এটা অন্যতম।” জাগো মিউজিক চ্যানেলের হেড অব অপারেশন আজিম হোসেন বলেন, “আমাদের চ্যানেলের লক্ষ্য শিল্পীদের কাজ দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা। এটি তারই একটি প্রয়াস।”গানটি লিখেছেন মাসুম আওয়াল। সুর করেছেন চিরকুট ব্যন্ডের ইমন চৌধুরী। গানটির ভিডিও তৈরি করেছেন হাসান রেজাউল। এতে মডেল হিসেবে রয়েছেন ছোটপর্দার দুই অভিনয়শিল্পী এফএস নাঈম ও শবনম ফারিয়া। আরও পড়ুন রাকিবকে আমার বাটপার মনে হচ্ছে: নাসিরের মডেল বান্ধবী টিকা নিয়ে ধন্যবাদ জানালেন তাহসান