করোনাতঙ্কে কারাগারে সংঘর্ষ, নিহত ৬ টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০ | আপডেট: ৯:০৬:অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০ শ্রীলঙ্কার একটি কারাগারে বিক্ষোভরত বন্দিদের ওপর গুলি চালানোর ঘটনায় অন্তত আট জন নিহত এবং অপর ৫২ জন আহত হয়েছে। কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্দিরা আগাম মুক্তি ও উন্নত সুবিধার দাবিতে বিক্ষোভ শুরু করলে গুলি চালানো হয়।দেশটির মহোরা কারাগারে এ ঘটনা ঘটেছে বলে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানিয়েছেন, দেশটির মহোরা কারাগারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে নিতে কারারক্ষীদের শক্তি প্রয়োগ করতে হয়। ওই ঘটনায় আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।পুলিশের এ কর্মকর্তা আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশের ৫টি দল মোতায়েন করা হয়েছে।স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সংঘর্ষ থামাতে গুলি ছুড়েছে কারারক্ষীরা। স্থানীয় বাসিন্দারা কারাগার প্রাঙ্গণে আগুন জ্বলতেও দেখেছেন। আরও পড়ুন অবাধ যাতায়াতের উপর এবার লাগাম টানছে ইইউ কলকাতায় মোদি, মমতার সঙ্গে বিরল ছবি