করোনায় আক্রান্ত নির্মাতা চয়নিকা চৌধুরী টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ | আপডেট: ৫:৪৭:অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন ‘বিশ্বসুন্দরী’র এই পরিচালক। বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্মাতা নিজেই।গণমাধ্যমে চয়নিকা চৌধুরী বলেন,“এখন শুধু সর্দি আছে। এছাড়া জ্বর, কাশি, মাথা ব্যথা বা শ্বাস কষ্ট নেই। আগামীকাল চেস্ট স্ক্যান করাব। তারপর বুঝতে পারব কি অবস্থা।”“তবে আমি আশাবাদী, আমার কোনো সমস্যা হবে না। আমি ভালোই থাকব। কারণ সৃষ্টিকর্তার রহমত ও এত মানুষের ভালোবাসা বিফলে যেতে পারে না। সবাই আমার জন্য দোয়া করবেন।”এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক আয়াজের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন চয়নিকা চৌধুরী। প্রতিদিন তার সঙ্গে যোগাযোগ রাখছেন।সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে চয়নিকা চৌধুরী বলেন, ‘আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে। যারা বের হচ্ছেন তারা যেন মাস্ক না খুলেন। মাঝেমাঝে আমিও মাস্ক খুলে ফেলি। কিন্তু এটা ভুল। অনেক পরিবারের একজন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। কিন্তু অন্য সদস্যরা কোভিড-১৯ পরীক্ষা করান না। বরং তারা আইসোলেশনে না থেকে বাইরে চলে যান। এই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। এজন্য আমরা বেশি ভুগছি। আমি মনে করি, এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি।’অন্যদিকে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘নির্মাতা চয়নিকা চৌধুরী দিদি করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই দিদির সুস্থতার জন্য দোয়া করবেন।’শোবিজ অঙ্গনের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন—বরেণ্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার (৬ এপ্রিল) বাসায় ফিরেছেন তিনি। প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার করোনা পজিটিভ। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টি প্রমুখ। আরও পড়ুন তৃতীয় সন্তান নিলেই জেল-জরিমানার দাবি! যে কারণে রমজানে নিজের মাথার চুল কেটে দান করলেন মডেল