কাগজবিহীন অফিস করছে রবি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮ | আপডেট: ১:৩৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮ অফিস কার্যক্রমে কাগজের ব্যবহার কমিয়ে আনছে মোবাইল ফোন অপারেটর রবি।এটি বাস্তবায়নে অফিসে ডিজিটাল ডকুমেন্ট ম্যানেজমেন্ট পদ্ধতি চালু করছে তারা। অপারেটরটি বলছে, আধুনিক, গতিশীল ও ডিজিটাল কোম্পানির জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রবি কর্তৃপক্ষ জানায়, কোম্পানির গুরুত্বপূর্ণ নথিগুলোকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে পারবে এই ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পাশাপাশি অনলাইন প্লাটফর্ম থেকে সেগুলো পুনরুদ্ধারও করা যাবে। এতে সময়, শ্রম ও খরচ কম হবে।শনিবার গুলশানস্থ রবির কর্পোরেট অফিসে নতুন এই পদ্ধতির উদ্বোধন করেন রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, হেড অফ হিউম্যান রিসোর্সেস ডিভিশন মো. ফায়সাল ইমতিয়াজ খান এবং ডেটাফোর্টর ডিরেক্টর অ্যান্ড সিইও এম এইচ খসরু।এসময় কোম্পানিটির ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, কাস্টমার এক্সপেরিয়েন্সের ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ, ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের জেনারেল ম্যানেজার মো. আবু সায়ীদ উপস্থিত ছিলেন। আরও পড়ুন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এইচ টি ইমামের মৃত্যুতে ক্যাব চট্টগ্রামের শোক