কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় শিশু নিহত বাদশাহ সৈকত বাদশাহ সৈকত কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৭:২২:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ প্রতীকী ছবিকুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রাজিয়া সুলতানা রিনতি (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উলিপুর-কুড়িগ্রাম সড়কের কাজী পাড়া গ্রামের উমর মাষ্টারের বাড়ী যাওয়া পথের সংযোগ স্থলে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত রিনতি উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজী পাড়া গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রিনতি তার বড় আব্বুর বাড়ী রাস্তার পশ্চিম দিক থেকে ফিরে বাবার বাড়ী পূর্বদিকে যাওয়ার পথে উলিপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি বাস রিনতিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় বাসটির খোঁজ পাওয়া যায়নি।উলিপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) হারিছুর রহমান ঘটনার সত্যতা করেছেন। আরও পড়ুন সালিশে যুবকের ‘পুরুষাঙ্গে ইট বেঁধে’ ঘোরালেন চেয়ারম্যান দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার: অর্থমন্ত্রী