কেন খলনায়ক হতে চান না সালমান খান ? টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮ | আপডেট: ৯:১৯:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮ টিবিটি বিনোদনঃকখনও পরিবারের প্রতি প্রেম, কখনও একরোখা প্রেমিক রাধে আবার কখনও দুষ্কৃতীর যম চুলবুল পাণ্ডে। বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে কম রূপে দেখেননি ভক্তরা। কিন্তু তাই বলে, কখনও খলনায়কের ভূমিকায় দেখা যায়নি সালমান খানকে। এবারও যাবে না। এবার অর্থাৎ ‘ধুম-৪’। মাঝে রটনা শোনা যাচ্ছিল ‘ধুম-৪’ সিনেমায় নাকি খলনায়কের ভূমিকায় দেখা যাবে। কিন্তু এবার অন্তত এমন কিছু ঘটছে না। সালমান খান নিজেই জানিয়েছেন সেই কথা।একটি সাক্ষাৎকারে সালমান খান বলেছেন, ‘আমি অনেকদিন ধরেই অভিনয় করছি। খেয়াল করেছি, যুব সম্প্রদায় সেই কাজটাই করে, যেটা তাদের পছন্দের নায়ক সিনেমার স্ক্রিনে করেন। তাই পরোক্ষভাবেই অভিনেতাদের ওপরে একটা দায়িত্ব এসেই যায়। সেই কারণেই আমি ঠিক করেছি, কখনও খলনায়কের ভূমিকায় অভিনয় করব না। কোনও খারাপ কাজ করার জন্য উৎসাহ দেবো না।’এই মুহূর্তে আলি আব্বাস জাফরের ফিল্ম ‘ভারত’ ছবির কাজে ব্যস্ত সালমান। আগের ফিল্ম ‘রেস থ্রি’ সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকদের মধ্যে। তাই ফের নিজের জায়গাটা ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি। আরও পড়ুন ‘বড় ছবির সুযোগ আসে, বিনিময়ে বিছানায় যেতে বলে’ সুন্দর হতে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে এ কী হাল অভিনেত্রীর!