ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ | আপডেট: ১০:৫৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ টিবিটি দেশজুড়েঃ মেহেরপুরের গাংনী উপজেলায় মহিবুল শাহ (৫০) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মহিবুল শাহ দুই সন্তানের জনক। আড়পাড়া গ্রামের বাগারখালপাড়ার মৃত মহাম্মদ আলীর ছেলে।স্থানীয়রা জানান, মহিবুল কয়েক বছর যাবত ক্যান্সার রোগে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও কোন প্রতিকার না পেয়ে গত সপ্তাহে বাড়িতে বিষপান করেছিলেন।ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে শনিবার মহিবুল নিজ বাড়িতে মারা যান।তার প্রতিবেশীরা বলছেন, মহিবুল ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে নিজ বাড়িতে বিষপান করেন। আরও পড়ুন কেশবপুরে গ্রীল ভেঙ্গে মোটরসাইকেল, ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার চুরি কলারোয়ায় টিউবওয়েলের পানি নিষ্কাশনের ড্রেনে পড়ে শিশুর মৃত্যু