ক্যারিয়ারের শেষ ইনিংসে কুকের সেঞ্চুরি টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮ | আপডেট: ১২:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ইনিংসে শতক হাঁকিয়ে রেকর্ড গড়লেন অ্যালেস্টার কুক। ভারতের বিপক্ষে চলতি টেস্টের চতুর্থ দিনে শতকের দেখা পান কুক। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০১ রানে অপরাজিত আছেন তিনি।৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক। ভারতের বিপক্ষে ওভাল টেস্টই ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন এই বামহাতি ব্যাটসম্যান। অবসর প্রসঙ্গে কুক জানিয়েছিলেন, “গত কয়েকমাস ধরেই এটি নিয়ে চিন্তা-ভাবনা করছিলাম। দীর্ঘ চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নিয়েছি ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও আমার জন্য এটি শোকের দিন। আমি জানি, ইংল্যান্ড দলকে আমি আমার সবটুকুই দিয়েছি। অনেক কিছুই অর্জন করতে পেয়েছি যেটি কিনা কল্পনার বাইরে ছিল আমার। এই ভেবে ধন্য যে অনেক ইংলিশ গ্রেটদের সঙ্গে খেলতে পেরেছি।”এদিকে ৭ সেপ্টেম্বর শুরু হওয়া কেনিংটন ওভাল টেস্টে টসে জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। নিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতকের দেখা পান কুক। পাশাপাশি দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। ১৯০ বলে ৭১ রান করেন কুক। প্রথম ইনিংসে শতকের সম্ভাবনা তৈরী করে না পেলেও নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ইনিংসে শতক হাঁকিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।The moment Alastair Cook reached his 33rd Test century in his last innings! ?Scorecard/Videos: https://t.co/6erwzLEIKR#ThankYouChef ?? #EngvInd pic.twitter.com/qnobBrQdoA— England Cricket (@englandcricket) September 10, 2018চলতি টেস্টের তৃতীয় দিন শেষে ৪৬ রানে অপরাজিত ছিলেন কুক। চতুর্থ দিনে ইনিংসের ৪৫তম ওভারে জাস্প্রিত বুমরাহ’র প্রথম বলে চার মেরে অর্ধশতক পূরণ করেন। পাশাপাশি প্রবেশ করেন অনন্য এক ক্লাবে। টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম ও শেষ টেস্টের সব ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার গৌরব অর্জন করেন কুক।আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে ৬০ এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে অপরাজিত ছিলেন কুক।Fairytale complete. #ENGvIND pic.twitter.com/XGXleW9DPq— Adam Collins (@collinsadam) September 10, 2018এদিকে শেষ ইনিংসে অর্ধশত করে থেমে থাকেননি কুক। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৩তম শতক। ইনিংসের ৭০তম ওভারের প্রথম বলে আসে কাঙ্খিত সেই শতক। ২১০ বলে ৮ চারের মাধ্যমে সেঞ্চুরি পূরণ করেন এই বামহাতি ব্যাটম্যান। গ্যালারিতে উপস্থিত ছিল তাঁর পরিবার। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানান ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তীকে। আরও পড়ুন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকা! দিল্লির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে মুম্বাই