‘ক্ষমতা ভোগের নয়, মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য’ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ | আপডেট: ৬:৩৯:পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ গোপালগঞ্জের চারিদিকের ৮টি জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে।বাংলাদেশে স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রেই যেন পর্যায়ক্রমে বিশেষজ্ঞের সৃষ্টি হয় সেই উদ্যোগ নেবে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ চলছে উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা জেলা পর্যায়ে মেডিক্যাল কলেজ করে দিয়েছি। দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছিলাম। দু’টো মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে করা হয়েছে। আরও একটা করার পরিকল্পনা আছে।শেখ হাসিনা আরো বলেন, এভাবে পর্যায়ক্রমে আমাদের লক্ষ্য, প্রতিটি ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা একটা করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করে দেবো। এর সাথে আরও মেডিক্যাল কলেজও আমরা করে দিচ্ছি।এভাবে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি শুধু হাসপাতাল করে ছেড়ে দেয়া নয়, বিশেষজ্ঞ তৈরি করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা। আরও পড়ুন যারা মুক্তিযুদ্ধ করেনি তাদেরও মুক্তিযোদ্ধা বানিয়েছে বিএনপি: মুক্তিযুদ্ধমন্ত্রী আওয়ামী লীগ করায় মা’কে মা ডাকেন না ‘বিএনপি’ ছেলে