ক্ষমা চাইলেন বাইডেন টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ | আপডেট: ১১:৩৮:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ মার্কিন সেনাদের কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসা ন্যাশনাল গার্ডের সদস্যদের ‘কার পার্কে’ বিশ্রাম নিতে বাধ্য হওয়ার ঘটনায় ক্ষমা চান তিনি।তথ্য মতে, জো বাইডেনের শপথগ্রহণকে কেন্দ্র করে ২৫ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সেনাদের আগে থেকেই মোতায়েন রাখা হয়েছিল। তাদেরই অনেকেই ক্লান্ত হয়ে একটি গাড়ি রাখার গ্যারেজে শুয়ে থাকেন।এমন কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার জেরেই প্রেসিডেন্ট বাইডেন ন্যাশনাল গার্ডের প্রধানকে শুক্রবার ফোন করে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন।এ ছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আরও পড়ুন করোনায় মৃত্যু : দুই বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র মুর্শিদাবাদের স্টেশনে বোমা বিস্ফোরণ, সন্দেহভাজন বাংলাদেশিকে আটক