গৃহকর্মীর বিয়েতে গেলেন আলিয়া টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮ | আপডেট: ১২:১২:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮ এবার গৃহকর্মীর বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন আলিয়া ভাট। গৃহকর্মীর বিয়েতে তোলা একটি ছবি ভাইরাল হলো স্যোশাল মিডিয়ায়।ছবিতে দেখা যাচ্ছে, গোলাপী-সোনালি রঙা পোশাক পরে এক নব-দম্পতির সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।জানা গেছে- ভাইরাল হওয়া ছবিটিতে আলিয়ার সঙ্গে যে নারী রয়েছেন তিনি হাইওয়ে’খ্যাত এই তারকার বাড়ির গৃহকর্মী। তার বিয়ের অনুষ্ঠানেই অতিথি হয়ে উপস্থিত হয়েছেন তিনি।অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন আলিয়া ভাট। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুনা, রণবীর কাপুর ও টেলিভিশন তারকা মৌনি রয়কে। এছাড়া ‘কলঙ্ক’ ও ‘গুল্লি বয়’ ছবির কাজ রয়েছে বলিউডের এই অভিনেত্রীর হাতে। আরও পড়ুন বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর! নিউইয়র্কের রাস্তায় প্রিয়াংকার ‘সোনা’