গোলশূন্য ড্র দিয়ে শুরু লা লিগা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ | আপডেট: ৩:৩০:পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ টিবিটি খেলাধুলাঃ গোলশূন্য ড্র দিয়ে শুরু হলো লা লিগার ২০১৮-২০১৯ মৌসুমের প্রথম ম্যাচ। শুক্রবার রাতে নিজেদের মাঠে জিরোনা খেলেছে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে।প্রথম ম্যাচটিতে গোল পায়নি কোনো দলই। তবে ম্যাচের পুরোটাই বল দখলে রেখেছিল স্বাগতিক জিরোনার খেলোয়াড়রা। বেশ কয়েকবার গোলমুখে শট করলেও গোলের দেখা মেলেনি জিরোনার। অন্যদিকে ভায়াদোলিরা গোলমুখে শটই নিয়েছে মাত্র দুইবার।স্বাগতিক জিরোনার খেলোয়াড়েরা দুয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ভায়াদোলিদের খেলোয়াড়েরা তেমন কিছুই করতে পারেনি। পুরো খেলায় গোলমুখে শট হয়েছে ১৫টি।এর মধ্যে জিরোনার খেলোয়াড়েরাই নিয়েছেন ১৩টি শট। এই ১৩টি শটের ১টি ঠিকঠাক লক্ষ্যে রাখতে পেরেছে তারা। ভায়াদোলিদের খেলোয়াড়েরদের ২টি শটের ১টি গোলমুখে থাকলেও সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। আরও পড়ুন জয়ের পরও ক্যোমানের কপালে চিন্তার ভাঁজ ‘রোনালদোকে কিনে ভুল করেছে য়্যুভেন্তুস’