গ্যাস সিলিন্ডারে ১৯০০ বোতল ফেনসিডিল, আটক ২ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ | আপডেট: ৮:৪৭:পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ রাজধানীর মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ বোতল ফেনসিডিলসহ মিলন মিয়া (৩৫) ও জিহাদ (২৪) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -২)।বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি রবিউল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপে ফেনসিডিল বহন করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেটের সামনে গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপটি র্যাব সদস্যরা থামার সংকেত দেন।পিকআপের ড্রাইভার মিলন ও সহকারী জিহাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা ফেনসিডিল চালানের কথা অস্বীকার করেন। একপর্যায়ে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গ্যাসের সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আরও পড়ুন ভোটার দিবস মঙ্গলবার, প্রকাশ হচ্ছে চূড়ান্ত হালনাগাদ তালিকা যুক্তরাষ্ট্রের নেতারা আলজাজিরা প্রসঙ্গ তোলেননি : পররাষ্ট্রমন্ত্রী