চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৮ | আপডেট: ৫:৪৩:পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৮ জে.জাহেদ, চট্টগ্রাম: চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্ত্রীর সামনে স্বামীকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।নিহত ব্যক্তির নাম মো. আবদুর রাজ্জাক (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিক্সা চালান।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী খুরশিদা বেগম (৩৭)ও পুত্র মো. রাকিব (১৩)।তাদের বাড়ি উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি গ্রামে।সোমবার (২০ আগস্ট) রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে।তারা হলেন নিহত রাজ্জাকের বড় ভাই মো. মুছা (৫২), ভাবী রোজি আকতার(৪৫) ও ভাতিজা শরিফুল ইসলাম ওরফে আসিফ(২০)।প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষনা করে।তাঁর স্ত্রী ও ছেলেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন ভাসানচর পরিদর্শন করল ওআইসি প্রতিনিধি দল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ‘ওআইসি’-সহকারী মহাসচিব