‘চাচা, তাই প্রধানমন্ত্রী আদর করে এসব বলতেই পারেন’ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ | আপডেট: ১১:৫৯:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ বঙ্গোপসাগরের উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন নিয়ে রোববার বিকালে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উঠে আসে রাজনৈতিক নানা বিষয়। আর সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে যুক্তফ্রন্টের নেতাদের নিয়ে সরস মন্তব্য করেন শেখ হাসিনা।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রব সাহেব একসময় ছাত্রলীগ করত। তারপর ছাত্রলীগ ছেড়ে চলে গেল। আমরা ঠাট্টা করে বলতাম, অসময়ে নীরব, সুসময়ে সরব, আ স ম আবদুর রব। উনি এখন সরব হচ্ছেন, খুব ভালো কথা।আর প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আ স ম রব বলেছেন, চাচাকে তিনি আদর করে এ সব কথা বলতেই পারেন। বঙ্গবন্ধুকে আমি মুজিব ভাই বলে ডাকতাম। সে হিসেবে আমার ভাতিজি আদর করে চাচাকে এসব কথা বলেছেন। আমি ভাতিজির জন্য মিষ্টি এবং ফুলের তোড়া পাঠাব। আরও পড়ুন আসুন, আরেকবার যুদ্ধ করি : মির্জা ফখরুল জিয়া ক্ষমতায় আসার পর রাজাকার-আলবদরদের বিচার বন্ধ করে দিয়েছিলেন : চীফ হুইপ