ছাত্রলীগ নেতা রাব্বানীকে নিয়ে স্টার জলসার ‘জবা’র স্ট্যাটাস টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১ | আপডেট: ৬:০২:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১ গোলাম রাব্বানী ও পল্লবী শর্মা। সংগৃহীতভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার বাংলা সিরিয়াল ‘কে আপন কে পর’-এর তুমুল আলোচিত নাম পল্লবী শর্মা, যিনি সমস্ত বাংলা ভাষাভাষীদের নিকট পরিচিত জবা হিসেবে। ওপার বাংলার বাইরে বাংলাদেশেও তার জনপ্রিয়তা রয়েছে।সেই পল্লবী শর্মা অর্থাৎ জবা ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর সুস্থতা কামনা করেছেননিজের সোশ্যাল হান্ডেলে এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘মানুষের সেবা করার থেকে বড় ধর্ম কিছু হতে পারে না। আর সেই জনসেবা করতে গিয়ে কোভিড পজেটিভ হলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানী। হয়তো তার জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য।’পল্লবী শর্মা আরও লিখেছেন, ‘এপার বাংলার সাথে ওপার বাংলার কোন না কোন যোগসূত্র থেকেই যায়। ঠিক তেমন ওপার বাংলায় থেকেও হাজার ব্যস্থতার মধ্যেও সব কথা শেয়ার করেছ। খোঁজখবর নিয়েছ এটাই মানবতা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার অপেক্ষায় আছে বাংলাদেশ।’উল্লেখ্য, সম্প্রতি একটি এপিসোডে জবা মারা যান। সেই এপিসোড ভাইরাল হয়েছিল।মানুষের সেবা করার থেকে বড় ধর্ম কিছু হতে পারে না..আর সেই জনসেবা করতে গিয়ে Covid_19 Positive হলেন বাংলাদেশ ছাত্রলীগের…Posted by Pallavi Sharma on Friday, April 2, 2021 আরও পড়ুন দেশের ৮০ ভাগ পুরুষ স্ত্রীর নির্যাতনের শিকার: নোবেল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জিহাদের আহ্বান, যুবক গ্রেফতার